শহীদ জিয়াকে আমাদের সন্তানেরা কতটুকু জানে?
বাসার পাশের মাইকে ভেসে আসছিল এক অমোঘ কণ্ঠের ভাষণ। গভীর, দৃপ্ত, দেশপ্রেমে সিক্ত—যেন ইতিহাসের পাতাজুড়ে ধ্বনিত হওয়ার কথা। কিন্তু আমার তেরো বছরের মেয়েটি সেই কণ্ঠের সঙ্গে একেবারেই অপরিচিত। অনেকক্ষণ ধরে বাজতে থাকা ভাষণ শুনে সে হঠাৎই প্রশ্ন করে বসল, 'বাবা, এটা কি জিয়াউর রহমানের ভাষণ?' আমি হ্যাঁ বলতেই সে অবাক হয়ে বলল, 'এত সুন্দর কথা আমি আগে কখনো শুনিনি!' মেয়েটির এই সরল স্বীকৃতি আমাকে গভীর ভাবনায় ফেলে দিল। সে সপ্তম শ্রেণিতে পড়ে, কিন্তু আজই প্রথম শুনল বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতির বক্তব্য। তার জানার আগ্রহ দেখে আমি বললাম, 'তুমি বুঝলে কী করে এটা জিয়ার ভাষণ?' সে উত্তর দিল, 'আজ তো তাঁর শাহাদাতবার্ষিকী, তাই মনে হলো!' আমার ছয় বছরের ছেলেটিও এগিয়ে এল, জিয়া সম্পর্কে জানতে চাইল। সময়ের অভাবে মেয়েকে বললাম ইন্টারনেট থেকে কিছু তথ্য জোগাড় করতে। কিছুক্ষণ পর সে ফিরে এসে হতাশ কণ্ঠে বলল, 'বাবা, জিয়া সম্পর্কে তো কিছুই পাওয়া যায় না!' শুধু আমার সন্তানরাই নয়, গত দেড় দশকে জন্ম নেওয়া শিশু-কিশোরদের অধিকাংশই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনলেও তাঁর জীবন, স...
