টাকার নোটে আঁকিবুঁকি—অপচয় আর অবহেলার দায় কার?
বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো প্রচলিত টাকা। নানা মূল্যমানের কাগুজে নোট ছাপানো হয় মানুষের দৈনন্দিন লেনদেনের সুবিধার্থে। নতুন নোট হাতে পেলে অনেকের চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। রঙিন, ঝকঝকে, আকর্ষণীয় নোট যেন শুধু লেনদেনের মাধ্যম নয়, একধরনের সৌন্দর্যের প্রতীকও বটে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এই নোটগুলো আমাদের হাত ঘুরে ঘুরে অল্প সময়েই অবহেলা আর অপব্যবহারের শিকার হয়।
রাস্তায়, দোকানে বা ব্যাংকে—যেখানেই যান না কেন, প্রায়ই নোটের ওপর দেখা যায় মোবাইল নম্বর, কবিতা, ছড়া কিংবা প্রেমের বার্তা লেখা। কেউ কেউ বাজারের হিসাবও করে নোটের গায়ে। আবার অনেকে আঁকিবুঁকি, ঘষা-মাজা করে টাকার সৌন্দর্য নষ্ট করেন।
সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, ব্যাংকের কর্মকর্তারাও নোটের ওপরে সংখ্যা, তারিখ, সিল বা স্বাক্ষর বসান। যদিও বাংলাদেশ ব্যাংক কয়েক বছর আগে থেকেই নির্দেশ দিয়েছে—এক হাজার টাকার নোট ছাড়া অন্য কোনো নোটে স্ট্যাপলিং, লেখা বা সিল ব্যবহার করা যাবে না। কিন্তু বাস্তবে এই নির্দেশনা মানা হয় না। স্ট্যাপলার পিনের কারণে নোটে ছিদ্র হয়ে দ্রুত তা নষ্ট হয়ে যায়।
বাজারে ঘুরতে ঘুরতে আমরা অনেক সময় এমন নোট হাতে পাই, যার অবস্থা প্রায় ছিন্নভিন্ন। লাল, নীল বা কালো কালি দিয়ে লেখা সংখ্যার পাশাপাশি দেখা যায় অযথা মন্তব্য, যা অনেক সময় কুরুচিপূর্ণও হয়। আসলে এই সবই আমাদের মানসিকতার প্রতিচ্ছবি—যেখানে রাষ্ট্রীয় সম্পদকে অবহেলার সঙ্গে ব্যবহার করা হয়। এর ফলে ভুক্তভোগী হন সাধারণ গ্রাহক। কেউ টাকা নিতে চায় না, কেউ আবার ফেরত দিয়ে দেয়।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ‘ক্লিন নোট’ নীতিমালার বাস্তবায়নও বাধাগ্রস্ত হয়। একটি নোট তৈরিতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। অথচ সামান্য অবহেলার কারণে নোট দ্রুত অপ্রচলনযোগ্য হয়ে পড়ছে। এতে শুধু গ্রাহকের ভোগান্তি নয়, রাষ্ট্রীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
টাকা কেবল লেনদেনের মাধ্যম নয়, এটি একটি দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও মর্যাদার প্রতীক। তাই টাকার নোটকে অবহেলায় ব্যবহার করা মানে রাষ্ট্রীয় সম্পদকে অবহেলা করা। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো, নোটকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আঁকিবুঁকি বা অযথা মন্তব্য থেকে বিরত থাকা। ব্যাংককেও কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে।
একটি টাকার নোট যদি অযত্নে দ্রুত নষ্ট হয়ে যায়, তবে এর ক্ষতি কেবল কাগজের নয়, রাষ্ট্রের অর্থনীতিরও। তাই টাকার প্রতি আমাদের সম্মান দেখানো জরুরি। কারণ অর্থনীতির শক্তি যেমন টাকার মধ্যেই নিহিত, তেমনি একটি জাতির পরিচ্ছন্ন মানসিকতার প্রতিফলনও দেখা যায় টাকার ব্যবহারেই।
(কালের কণ্ঠ । ০৮ সেপ্টেম্বর ২০২৫)
মন্তব্যসমূহ