সাসপেন্সে ঠাসা অ্যাকশন থ্রিলার—‘ক্যারি-অন’
এক সিকিউরিটি অফিসারের জীবনের সবচেয়ে ভয়াবহ দিন—একদিকে নিজের পরিবারের নিরাপত্তা, অন্যদিকে শতাধিক যাত্রীর জীবন রক্ষার চ্যালেঞ্জ। এয়ারপোর্টের ব্যাগেজ স্ক্যানিং লেনে দায়িত্ব পালনরত এই অফিসারকে ব্ল্যাকমেইল করা হয় একটি স্যুটকেস বোর্ডিং করানোর জন্য।
হাতে একটি এয়ারবাড দিয়ে তাকে নির্দেশনা দেওয়া হয় প্রতিটি পদক্ষেপের। তাকে হুমকি দেওয়া হয়—নির্দেশনা না মানলে তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করা হবে। এমনকি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা ব্যর্থ করে দেওয়া হয়।
যখন সব রাস্তা বন্ধ, তখন একমাত্র ভরসা হয়ে ওঠে তার সুপারভাইজার। কিন্তু অদৃশ্য কালি দিয়ে সতর্কবার্তা পাঠানোর পর সেই সুপারভাইজারকেও নির্মমভাবে হত্যা করা হয়। উপায়ান্তর না দেখে সিকিউরিটি অফিসার বাধ্য হন স্যুটকেসটি স্ক্যানিং মেশিন পার করাতে।
পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন তিনি জানতে পারেন, স্যুটকেসে রয়েছে প্রাণঘাতী নার্ভ গ্যাস। এটি বিস্ফোরিত হলে বিমানের সব যাত্রী মারা যাবে। কিন্তু হাল ছাড়েন না এই সাহসী অফিসার। একদিকে সময়ের চাপ, অন্যদিকে দায়িত্ববোধ—সাহসিকতা আর বুদ্ধিমত্তার সঙ্গে কিভাবে তিনি এই পরিস্থিতি সামাল দেবেন? একটি ছোট্ট ভুলে পুরো বিমান ধ্বংস এবং শত শত প্রাণের মৃত্যু নিশ্চিত।
গল্পটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা—‘ক্যারি-অন’-এর। টানটান উত্তেজনার এই সিনেমাটি আপনাকে এক মুহূর্তের জন্যও স্থির থাকতে দেবে না। গল্পটি যত এগোবে, ততই বাড়বে অনিশ্চয়তা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। শেষ পর্যন্ত কিভাবে ওই অফিসার যাত্রীদের জীবন বাঁচায় এবং নিজের পরিবারকে রক্ষা করে, তা আপনাকে একেবারে চেয়ারের কিনারায় বসিয়ে রাখবে।
পরিচালক জাউমে কোলেট-সেরা দারুণ দক্ষতায় এই সিনেমাটিকে রূপ দিয়েছেন এক ভিন্নমাত্রার থ্রিলারে।
টারন এগারটনের অভিনয় আপনাকে মুগ্ধ করবে, বিশেষ করে তার আবেগপ্রবণ এবং বুদ্ধিদীপ্ত দৃশ্যগুলোতে। তার সঙ্গে সোফিয়া কারসন, ড্যানিয়েল ডেডউইলার এবং জেসন বেটম্যানের পারফরম্যান্সও গল্পের থ্রিল বাড়িয়ে দেয় বহুগুণ।
যদি একমুহূর্তের জন্যও আপনি থ্রিলার থেকে চোখ ফেরাতে না চান, তবে ‘ক্যারি-অন’ আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমা আপনাকে শ্বাসরুদ্ধকর এক যাত্রায় নিয়ে যাবে। একবার দেখতে বসলে পর্দা থেকে চোখ সরানোর সুযোগই পাবেন না। অ্যাকশন এবং সাসপেন্সপ্রেমীদের জন্য এটি একদম সঠিক পছন্দ।
(কালের কণ্ঠ । ১৬ ডিসেম্বর ২০২৪)
মন্তব্যসমূহ