মুহূর্তের অসচেতনতায় জানালা দিয়ে ছুটে আসা অচেনা হাত কেড়ে নিচ্ছে ফোন
রাজধানীর ব্যস্ত সড়কে বাসের ভেতর বসে মোবাইল ফোনে কথা বলছেন বা খবর পড়ছেন। এমন দৃশ্য এখন খুব সাধারণ। কিন্তু এই সাধারণ দৃশ্যই অনেক সময় পরিণত হচ্ছে আতঙ্কের ঘটনায়। মুহূর্তের অসচেতনতায় জানালা দিয়ে ছুটে আসা এক অচেনা হাত কেড়ে নিচ্ছে আপনার ফোন, আপনার ব্যক্তিগত স্মৃতি, মূল্যবান তথ্য। আর রেখে যাচ্ছে হতভম্ব এক অভিজ্ঞতা।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়েছে। সায়েদাবাদ, গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শুরু করে মিরপুর পর্যন্ত—যেখানেই জ্যাম বা সিগনালে বাস দাঁড়ায়, সেখানেই বেড়েছে জানালায় হাত বাড়িয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা। কয়েক দিন আগে সায়েদাবাদের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
দেখা যায়, একটি বাস সিগনালে দাঁড়িয়ে আছে। হঠাৎ দুজন যুবক কাছে আসে। একজন লাফিয়ে বাসের জানালায় ঝুলে পড়ে, অন্যজন নিচে দাঁড়িয়ে ধরে রাখে তাকে। মুহূর্তের মধ্যে যাত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে ভিড় ঠেলে তারা অদৃশ্য হয়ে যায়।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, এক যুবক হেঁটে হেঁটে বাসগুলোর জানালা পর্যবেক্ষণ করছে। যেই মুহূর্তে দেখল কোনো যাত্রী মনোযোগ দিয়ে ফোনে কথা বলছেন, ছুটে গিয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে ফোন নিয়ে দৌড়। পুরো ঘটনাটা ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে, আর যাত্রীর করার কিছুই থাকে না।
এই ছিনতাইকারীদের লক্ষ্য থাকে এমন জায়গায়, যেখানে যানজট লেগে থাকে, মানুষ ব্যস্ত বা অসচেতন। যানজটে আটকা পড়ে বাসে বসে থাকা যাত্রীরা এমন সময় প্রায়ই মনোযোগ হারান। কেউ ভিডিও দেখেন, কেউ অফিসের কাজ করেন, কেউ ফোনে কথা বলেন। এই অমনোযোগই হয়ে যায় ছিনতাইকারীদের সুযোগ।
আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই এ বিষয়ে কাজ করছে, কিন্তু শুধুমাত্র পুলিশের তৎপরতা দিয়ে এই প্রবণতা ঠেকানো সম্ভব নয়। ছিনতাইয়ের এই নতুন কৌশল ঠেকাতে হলে দরকার ব্যক্তিগত সচেতনতা। বাসের জানালার পাশে বসলে ফোন ব্যবহার না করাই সবচেয়ে নিরাপদ। প্রয়োজনে কানে ইয়ারফোন লাগিয়ে পকেটে বা ব্যাগে ফোন রেখে কথা বলা যেতে পারে। আর জানালা খোলা থাকলে সতর্ক থাকুন, বাইরে থেকে কেউ কাছে আসছে কি না খেয়াল করুন।
এক মুহূর্তের অসচেতনতা কখনো কখনো বড় ক্ষতির কারণ হয়। নিজের নিরাপত্তা অনেক সময় নিজের হাতেই থাকে। তাই বাসে বসে মোবাইল ব্যবহার করার আগে একবার ভেবে নিন—সামনের হাতটা বন্ধুত্বের নয়, ছিনতাইকারীরও হতে পারে। সচেতন থাকলেই ঠেকানো যাবে এই জানালার ফাঁদে ফেলা ছিনতাই।
(কালের কণ্ঠ । ৩০ অক্টোবর ২০২৫)
মন্তব্যসমূহ